Archive for February 15th, 2009

যোগ্য পাত্র – Joke

ঘটক সাহেব, আপনি বলছেন ছেলে সুদর্শন, সুস্বাস্থের অধিকারী, কোথাও কোন খুত নেই।কিন্তু আমি দেখছি তার ঘাড় বাকা।

কি যে বলেন না। ঘাড় বাকা দেখলেন কোথায়। ছেলে কাজের মানুষ। এটা হল তার ব্যস্ততার প্রমান। মোটরসাইকেল চালাতে চালাতে, গাড়ি চালাতে চালাতে সবসময় মোবাইলে কথা বলতে হয়। মোবাইল ব্যবহার করতে করতে ওটা হয়ে গেছে। এর সুবিধা কত তা-তো জানেন না। এখন হাত ছাড়াই ডায়াল করতে পারে। আজ পর্যন্ত একবারও একসিডেন্ট করেনি, কোন ফোনও মিস করেনি।

না খাওয়া গাধা

মোল্লা নাসিরুদ্দিন বাজার থেকে গাধা কিনে এনেছেন পোষার জন্য। তবে তার পদ্ধতি আলাদা। তিনি একদিন গাধাকে যা খেতে দেন পরদিন দেন তারচেয়ে কম, তার পরদিন আরেকটু কম। এভাবে ক্রমাগত খাবার কমতেই থাকল। শেষে এতটাই কমে গেল যে একদিন গাধা বেচারা মারাই গেল।

তার প্রতিবেশীরা এসে দোষ দিতে শুরু করল নাসিরুদ্দিনকে, এমন কাজ কেউ করে। না খাইয়ে গাধাটাকে মেরে ফেললেন।

তিনি বললেন, আমি দেখছিলাম কত কম খাবারে সে চলতে পারে। মরে গেল তাই, নাহলে দেখিয়ে দিতাম একেবারে না খেয়েও গাধা বাচতে পারে।

Microsoft Windows keyboard – funny pic

3 must-have key for windows.

3 must-have key for windows.