Archive for February 14th, 2009

কোথায় ?

জানেন সারা পৃথিবীর কি অবস্থা। সব ব্যাংক হাজার হাজার কোটি ডলার লস দিয়েছে। ব্যাংকে টাকা নেই, বড় বড় কারখানায় টাকা নেই, মানুষের হাতে টাকা নেই।

সেই টাকা গেল কোথায় ?

প্রিন্ট কমান্ড – কৌতুক

আমি তখন কম্পিউটার কোম্পানীকে টেকনিক্যাল সাপোর্ট বিভাগে কাজ করি। এক বড় ক্লায়েন্টলেজার প্রিন্টার কিনেছেন। সেখান থেকে একজন ভদ্রমহিলা ফোন করলেন, লেজার প্রিন্টার কাজ করছে না।

আমি বললাম, কি সমস্যা হচ্ছে বলুনতো দেখি। টেলিফোনে সমাধান দিতে পারি কি-না।

তিনি বললেন, না, এখানে আসতে হবে।

এতবড় ক্লায়েন্টের কথা ফেলা যায় না। গেলাম তার অফিসে। তিনি নিজের চেয়ার ছেড়ে যায়গা করে দিলেন। দেখলাম তিনি ওয়ার্ড পারফেক্টে কাজ করছেন। ডকুমেন্ট ওপেন করা। আমি প্রিন্টার অন করে দেখলাম। ট্রে ভর্তি কাগজ দেয়া আছে। মনেহল সবকিছু ঠিকই আছে।

তাকে বললাম, আপনি প্রিন্ট কমান্ড দিন। আমি দেখি কি সমস্যা হয়।

তিনি বললেন, প্রিন্ট কমান্ড কিভাবে দেয় ?