Archive for February 13th, 2009

পাল্টা জবাব

একজন কিশোর রাস্তার পাশে দাড়িয়ে একটা খালি রিক্সা থামাল, এই রিক্সা। যাবে ?

রিক্সাচালক থেমে বলল, যাব।

সে বলল, যাও।

রিক্সাচালক বোকা বনে গেল। তারপর কিছু না বলে চলে গেল।

কদিন পর ছেলেটির রিক্সা প্রয়োজন। একটা খালি রিক্সা দেখে তাকে থামাল, এই যে রিক্সা। যাবে ?

এটা সেই রিক্সাঅলা। সে তাকে চিনেই বলল, যাইতাছি।

বলে না থেমে তার চোখের সামনে দিয়ে বেল বাজাতে বাজাতে চলে গেল।